অাকাশ নিউজ ডেস্ক:
আসছে ডিসেম্বরের শেষের দিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে যে কোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
কমিশন সচিব আরো বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের চিন্তা রয়েছে। কমিশনের সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সম্ভব হলে দুই-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।
বর্তমান সরকারের সময় গঠিত নতুন এ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিলো ২০১২ সালের ২০ ডিসেম্বর। তার মেয়াদ পূর্ণ হবে আসছে ২০১৮ সালের ১৮ মার্চ। আইন অনুযায়ী মেয়াদ শেষের ১৮০ দিন আগে ভোটের বিধান রয়েছে। বর্তমানে এ সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
আকাশ নিউজ ডেস্ক 



















