আকাশ স্পোর্টস ডেস্ক:
শহীদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দিতে বুধবার ঢাকায় আসছেন। ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে পাকিস্তানি এ ক্রিকেটারকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার খালেদ মাহমুদ।
আজ সিলেটে বিপিএলের পঞ্চম আসরের প্রথম পর্ব শেষ হচ্ছে। শনিবার থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব।প্রথমদিনই সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ঢাকা প্রথম ম্যাচে সিলেটের কাছে ৯ উইকেটে শোচনীয়ভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় পেয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























