অাকাশ নিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে।মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদীর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, নির্বাচনের জন্য সরকারি দল তাদের জনশক্তির হাতে অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র দিয়ে এখন তারা নিজেরাই মারামারি করছে। আর যারা মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় না তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
তিনি বলেন, ছাত্রদল নেতা নাহিদকে কারা তুলে নিয়েছে এটা জনগণ বুঝে। কারা এসবের সঙ্গে জড়িত, মানুষ জানে। যারা এসব কাজ করে তারা কী করে সুষ্ঠু নির্বাচন করতে পারে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ সেই নির্বাচন মানবে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
আকাশ নিউজ ডেস্ক 



















