অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশের এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভ্রাতৃপ্রতীম সৌদি জনগণের নিরাপত্তার প্রতি হুমকি এ ধরনের হামলার নিন্দা জানায় বাংলাদেশ’। বিজ্ঞপ্তিতে জানান হয়, বাংলাদেশ দুই পবিত্র মসজিদের দেশের সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















