অাকাশ জাতীয় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাল সোমবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
শামসুদ্দিন দিদার আরো জানান, কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল কাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন। এতে কানাডিয়ান হাইকমিশনারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















