অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুইদেমন্ত ও তার চার মন্ত্রী বেলজিয়ান পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। স্পেনের হুঁশিয়ারি অমান্য করে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করায় রাষ্ট্রদোহিতার অভিযোগে দুদিন আগেই তার বিরুদ্ধে ইওরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে মাদ্রিদ।
বেলজিয়ামের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভিআরটির বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে পুইদেমন্ত ও কাতালোনিয়ার সাবেক মন্ত্রীরা এখন ব্রাসেলসে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কার্যালয়ে অবস্থান করছেন। চলতি সপ্তাহেই মাদ্রিদ কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর মন্ত্রীদের সঙ্গে নিয়ে বেলজিয়ামে পালিয়ে যান পুইদেমন্ত। এরপররই রাষ্ট্রদোহ, স্বাধীনতার অবৈধ ঘোষণা, রাষ্ট্রীয় তহবিলের অপব্যয় এবং কেন্দ্রের বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ এনে মামলা করা হয় তাদের নামে।
পুইদেমন্ত তখন জানিয়েছিলেন মামলায় ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তিনি। শনিবার বেলজিয়ামের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছিলো, স্পেনের গ্রেফতারি পরোয়ানা তারা খতিয়ে দেখছে এবং এ ব্যাপারে ব্রাসেলস-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। একইদিনে নিজের টুইটার অ্যাকাউন্টে পুইদেমন্ত ডাচ ভাষায় লিখেছিলেন, ‘স্পেনের জারি করা ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা নিয়ে বেলজিয়ান বিচারব্যবস্থাকে শতভাগ সহযোগিতা করতে রাজি আছি।’
স্বাধীনতার প্রশ্নে অক্টোবরের শুরুতে গণভোটের আয়োজন করার পর থেকেই অস্থির পরিবেশ বিরাজ করছে কাতালোনিয়ায়। প্রদেশটির স্বাধীনতায় শুরু থেকেই বিরোধিতা করে আসা স্পেন গণভোটকে অবৈধ আখ্যা দিয়ে পুইদেমন্ত-এর সরকারকে এই বিষয়ের ব্যাখ্যা দেওয়ার আদেশ দেয়। সেই ব্যাখ্যায় ‘পরিস্কার কোনো উত্তর’ না পাওয়ায় প্রদেশটির স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো তারা। এই পরিস্থিতিতে ২৭ অক্টোবর প্রাদেশিক পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠের ভোটে স্বাধীনতার ঘোষণা দেয় কাতালোনিয়া। সঙ্গে সঙ্গেই প্রদেশটির স্বায়ত্তশাসন কেড়ে নেয় স্পেন এবং পুইদেমন্ত সহ তার মন্ত্রীসভাকে ক্ষমতাচ্যুত করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















