আকাশ বিনোদন ডেস্ক:
বিদ্যা বালানরে হাতে এমন জাদুরকাটি আছে যার সংস্পর্শে সব কিছুই সোনা হয়ে যায়। যে ছবিই তিনি করতেন, সুপারহিট হতো। কিন্তু সময়য়ে পরক্রিমায় বিদ্যাকেও দেখতে হয়েছে ব্যর্থতার মুখ। তার অভিনীত বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘ববি জাসুস’, ‘কহানি টু’ বা ‘বেগমজান’ এ কাজ করেনি বিদ্যার জাদু। সেই বিদ্যাই ফিরছেন ‘তুমহারি সুলু’ নিয়ে।
বিদ্যা বলেন, ‘একজন গৃহিনী রেডিওতে মধ্যরাতে টক শো চালায়। দিনের বেলায় সে সাধারণ গৃহিনী, কিন্তু রাতে হয়ে উঠে লাস্যময়ী রেডিও জকি। ছবির পরিচালক সুরেশ যেভাবে আমাকে ছবিটা বর্ণনা করেছিলেন, সেটা আমার ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকেই ‘তুমহারি সুলু’ছবিতে অভিনয় করা।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিদ্যা বলেন, ‘আমি আগের চেয়ে অনেক সৎ হয়ে গেছি। আমি সব সময় খুব স্বাধীন ছিলাম। করোর সঙ্গে এক ছাদ শেয়ার করাটা আমার কাছে বিশাল ব্যাপার ছিল। ৩৩ বছর বয়সে বিয়ে করেছি, তখন আমি আত্ম-নির্ভরশীল। আমি জানি, আমার কী ভাল লাগে, কী খারাপ। এখন নিজেকে অনেক সত্যি কথা বলি। আমার আর সিদ্ধার্থের (বিদ্যার স্বামী) অভ্যাসগুলোও অনেকটাই এক।’
আকাশ নিউজ ডেস্ক 

























