অাকাশ জাতীয় ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস বলেছেন, রোহিঙ্গা সমস্যা হচ্ছে কয়েক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে বড় সঙ্কট। এই সমস্যার শেকড় রাখাইনে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়াই হবে এর সমাধান। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক সমাধানও হতে হবে।
আজ বিকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বিকাল ৪টা থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এই সমস্যার যে ভয়াবহতা তা আমি এই সঙ্কট তৈরির কিছু দিন আগে দেখে এসেছিলাম। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়ন সব সময় সহায়তা করে যাবে। ক্রিস্টোস স্টাইলিয়ানিডস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















