আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারত ও শ্রীলঙ্কায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশে এবারই প্রথম কাজ করতে এসেছেন ৫২ বছর বয়সী মুডি। চ্যালেঞ্জ নিতে উৎসাহী বলেই বিপিএলে কাজ করতে আগ্রহী হয়েছেন এই কোচ। তিনি বলেন, ‘আমি সবসময়ই উপমহাদেশে কাজ করতে পছন্দ করি। ২০০৫ সালে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলাম। আমি সহজেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে স্বস্তিদায়ক পরিবেশে কাজ করতে পারতাম। কিন্তু ভিন্ন পরিবেশ ও সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। শ্রীলঙ্কা এবং আইপিএলে সময়টা উপভোগ করেছি। ’
এদিকে বিপিএলে রংপুর রাইডার্সকে কোচিং করাবেন এবার। অস্ট্রেলিয়ান কোচের দলটির নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মর্তুজা। সেটা নির্ভারতাই যোগাচ্ছে মুডিকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।
মুডি বলেন, ‘শুধু এ দেশেই নয়, সারাবিশ্বেই মাশরাফি সম্মানিত একজন। মাশরাফি অনেক অভিজ্ঞ। আগে তার সঙ্গে কাজ করা হয়নি। আমি তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ’
আকাশ নিউজ ডেস্ক 

























