অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগান পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও আমেরিকার মধ্যে আস্থার বিশাল ঘাটতি রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মঙ্গলবার বৈঠকের পর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন খাজা আসিফ।
গত ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আফগান নীতি ঘোষণার সময় সন্ত্রাসীদের জন্য পাকিস্তানকে ‘নিরাপদ স্বর্গ’ বলে অভিহিত করেছিলেন। এরপর টিলারসনই প্রথম মার্কিন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে পাকিস্তান সফর করলেন।
পাক কর্মকর্তাদের সঙ্গে টিলারসনের বৈঠক, মঙ্গলবারের বৈঠকের সময়ও মার্কিন কর্মর্কতার পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো বেশি কিছু করার জন্য ইসলমাবাদের ওপর চাপ সৃষ্টি করেন। এ বিষয়ে খাজা আসিফ বলেন, “পাকিস্তানে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য নেই। তালেবানের আমাদের ভুখণ্ড ব্যবহারের দরকার নেই বরং তাদের সরাসরি দখলে রয়েছে আফগানিস্তানরে শতকরা ৪০ ভাগ এলাকা।
আফগান সহিংসতার অবসান না ঘটানো জন্য খাজা আসিফ আমেরিকা ও কথিত আন্তর্জাতিক বাহিনীকে অভিযুক্ত করেন। পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নাকচ করেন তিনি। খাজা আসিফ বলেন, আমেরিকা থেকে পাকিস্তান সামান্য পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা পায় কিন্তু কোনো ধরনের সামরিক সহায়তা পায় না। তিনি আরো বলেন, “আমরা এখন আমেরিকা থেকে কোনো সামরিক সরঞ্জাম পাই না; অতীতে যখন আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ করেছি আমরা আর এখন তেমনটা নেই।
আকাশ নিউজ ডেস্ক 




















