অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম হলে আকস্মিক বৈদ্যুতিক শট সার্কিটে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আবাসিক শিক্ষার্থীরা। শনিবার ভোর ৬টার দিকে শাহ মখদুম হলে এ বৈদ্যুতিক শর্ট সার্কিটে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এ দিকে ঘটনার পর শিক্ষার্থীরা হল গেটে জড়ো হয়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষা শেষে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করার আশ্বস্ত করলে শিক্ষার্থীরা রুমে ফিরে যায়।
হলের শিক্ষার্থীরা জানান, সকালে শর্ট সার্কিটের কারণে প্রায় ৩০-৪০টি ল্যাপটপ, শতাধিক মোবাইল ফোন, ল্যাপটপের চার্জার, ফ্যান, বাল্ব পুড়ে গেছে। আর এ ঘটনায় আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা।
হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘বারবার লোডশেডিংয়ের কারণে আমার ল্যাপটপে চার্জ ছিল না। তাই রাতে ল্যাপটপটি চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি ল্যাপটপটি নষ্ট হয়ে গেছে।
জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘উপাচার্য স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। যাদের ল্যাপটপ নষ্ট হয়ে গেছে তাদের নামের তালিকা আমরা নিব। যেহেতু কাল থেকে ভর্তি পরীক্ষা চলবে তাই পরীক্ষা পরবর্তী স্যারের সঙ্গে আলোচনায় বসা হবে। ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের যথাসম্ভব ক্ষতিপূরণের চেষ্টা করবো। আর সামনে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























