অাকাশ নিউজ ডেস্ক:
প্রকাশ্যে ছাত্রীর অশ্লীল এমএমএস! বন্ধুরা ওই ছাত্রীর অশ্লীল এমএমএস বানায় আর তা ছড়িয়ে দেয়। আর তা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির আইপি এস্টেট এলাকায়। ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই ওই ছাত্রী তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল৷ সেই সময় পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে নির্যাতিতা তরুণীকে বেহুশ করে দেয় বলে অভিযোগ। এরপরে তার বন্ধুই তাঁর অশ্লীল এমএমএস বানিয়ে বাকি বন্ধুদের মধ্যে বিলিয়ে দেয় বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়ে পুলিশের কাছে আভিযোগ জানায় কিশোরী৷ কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ৷ তবে এখনও পুলিশ এখনও এমএমএস উদ্ধার করতে পারেনি৷
পুলিশ ওই ছাত্রীর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত করছে৷ পুলিসের সুত্র অনুযায়া কিশোরী তার পরিবারের সঙ্গে অন্না নগর এলাকায় থাকে৷ পাশেরই একটি স্কুলে সে দশম শ্রেণীতে পরে৷ তার বন্ধুরাই তাকে এই এমএমএসের কথা বলে৷ কিশোরী তার পরিবারকে এই ঘটনার কথা বললে তারা পুলিশে খবর দেয়৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
আকাশ নিউজ ডেস্ক 

























