অাকাশ নিউজ ডেস্ক:
নির্ভয়ার গণধর্ষন কাণ্ডের কালোছায়া আজও তাড়া করে বেরায় পথচলতি একলা মেয়েদের৷ শ্লীলতাহানি, ধর্ষণের ভয়ে কর্মস্থল থেকে রাতে একা বাড়ি ফিরতেও ভয় পান মেয়েরা৷ সারাক্ষনই যেন একটা অজানা আতঙ্ক গ্রাস করে বেরায় মেয়েদের৷ দেশজুড়ে মেয়েদের নিরাপত্তার উপর জোর দেওয়া নিয়ে যখন একদিকে একাধিক কর্মসূচী গ্রহণ করা হচ্ছে৷ তখনই অপরদিকে ফেসবুকের একটি গ্রুপ শেখাচ্ছে কিভাবে ধর্ষণ করতে হয় মেয়েদের৷ এই বিশেষ ফেসবুক পেজটির নাম ‘ব্লকস অ্যাডভাইস’৷ এই পেজটিতেই দেখানো হয়েছে কিভাবে মেয়েদেরকে টেনে নিয়ে এসে ধর্ষণ করা উচিত৷ তবে, এমন বেশ কিছু বাজে বিষয়ে এই পেজটিতে দেখানোর ফলে বেশ কিছুদিনের জন্য এই পেজটি ব্লক করে দেওয়া হয়৷ তবে, আবারও বেশ কিছুদিনের মধ্যেই পেজটিকে নতুন করে খোলা হয়৷ আর এই গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় ১০০০জন৷
লেখিকা ক্লেমেনটিনে ফোর্ড এই ধরনের অশ্লীল পোস্টগুলির স্ক্রীনশট নেয়৷ এরপর সেগুলি ফেসবুকে পোস্ট করে৷ এই পোস্ট গুলি দেখলেই বিষয়টি স্পষ্ট হবে আরও৷ কিভাবে এক ব্যক্তি কোনও এক মহিলার থেকে বারবার প্রত্যাখাত হওয়ার পর মহিলাদের কামশক্তি কিভাবে বৃদ্ধি করানো সম্ভব হবে সেটিও বহু ফেসবুক ব্যবহারকারী জিজ্ঞেস করেছেন৷ এমনকি তার এই প্রশ্নের উত্তরও দিয়েছেন এক ব্যক্তি৷ সে পরামর্শ দিয়েছে ক্লোরফর্ম ব্যবহার করার৷ এরপর সে এও বলেছে যে, এরপর ওই মহিলাটি কিভাবে আপনার চাহিদাতে সাড়া দেয়৷
এই ধরণের আরও বেশ কিছু অশ্লীল প্রশ্নে ছয়লাপ ওই ফেসবুক পোস্টটি৷ ধর্ষণের মতন এহেন একটি বর্বরোচিত এবং নৃশংস কাণ্ডকে এভাবে সমর্থন জানানো কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে সেটি নিয়ে হতবাক সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবহারকারীরা৷ কোনও মানসিক ব্যাধি কি এদেরকে গ্রাস করছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন৷
আকাশ নিউজ ডেস্ক 

























