অাকাশ জাতীয় ডেস্ক:
বিশ্বের নিরাপদ শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৮ নম্বরে। দ্য ইকোনোমিস্ট সেইফ সিটিস ইনডেক্স-২০১৭ তে এই তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়।
৬০ টি শহরের মধ্যে জরিপ চালিয়ে তালিকা তৈরি করেছে দ্য ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট।
দক্ষিণ এশিয়ায় ঢাকা ও করাচি, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ম্যানিলা, হো চিন মিন সিটি ও জাকার্তা, কায়রো ও তেহরান মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় নিরাপদ শহরের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে আছে।
৪৯টি সূচকের ওপর জরিপ চালিয়ে তালিকা নির্ধারণ করেছে ইন্টিলিজেন্স ইউনিট। নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে টোকিও, সিঙ্গাপুর, শিকাগো, আমস্টারডাম, হংকং, টরেন্টো, লসঅ্যাঞ্জেলস প্রভৃতি।
আকাশ নিউজ ডেস্ক 




















