অাকাশ জাতীয় ডেস্ক:
রোববার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭’ পালন করা হবে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দিবসটি উপলখ্যে, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ডে নাম লেখাতে চলছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। আর লাইফবয়ের এ উদ্যোগে অংশগ্রহণ করে ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। গতকাল শনিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এসব শিক্ষার্থীরা লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম এর সহযোগিতায় এ কার্যক্রমে অংশ নেয়।
লাইফবয়ের এ উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত ছিলেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী খৈয়াম সানু সন্ধি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।
আকাশ নিউজ ডেস্ক 




















