অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ল্যাম্বোরঘিনি পেট্রোল কার, সেলফ-ড্রাইভিং রোবট ও অ্যান্ড্রয়েড অফিসারের পর উড়ন্ত মোটরবাইক হচ্ছে দুবাই পুলিশের আধুনিক যানবাহন। রাশিয়ার প্রযুক্তি কোম্পানি হোভারসার্ফ কতৃক স্কর্পিয়ন নামের এই যানের ডিজাইন করা হয়েছে।
চারটি পাখার ওপর ভর করে যানটি শূন্যে অবস্থান করবে। ২৫ মিনিট ধরে ঘণ্টায় ৪০ মাইল বেগে স্বয়ংক্রিয়ভাবে চলা যানটির একটি সিটে ৬০০ পাউন্ড ওজন বহন করা যাবে। দুবাই পুলিশ এ বছর একটি টক-শোতে প্রদর্শনের পরপরই ‘স্মার্ট সিটি’পরিকল্পনায় এটি যোগ করবে।
হোভারসার্ফ সিইও আলেকজান্ডার আটামানভ তার ফেসবুক পেজে লিখেছেন, দুবাই পুলিশের সঙ্গে আমরা একটি সমঝোতা স্মারক সই করেছি এবং তারা দুবাইয়ে এই যানের প্রসার বাড়ানোর আমন্ত্রণ জানিয়েছে।
দুবাইয়ের গিটেক্স টেকনোলজি শোতে একটি নতুন ইলেক্ট্রনিক মোটরবাইকের ধারণা থেকে জাপানের কোম্পানি মিকাসার কতৃক নির্মিত স্কর্পিয়ন প্রদর্শিত হয়। প্রথমে এটি মাটিতে চলতে শুরু করে। পরে যখন এর গতি ঘণ্টায় ১২৪ মাইল বেগে পৌঁছায় তখন এটি দেখতে ‘টর্ন’ মুভির মোটরবাইকের মতো হয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 



















