অাকাশ নিউজ ডেস্ক:
২৫০০ হেক্টর জমি নিয়ে বিশ্বের সব থেকে বড় ফারারি থিম পার্ক তৈরি হয়েছিল আবু ধাবিতে ২০১০ এ এবং এটা একমাত্র ফারারির ব্র্যন্ডেড ইনডোর থিম পার্ক। এয়ারপোর্টের খুব কাছেই তৈরি এই থিম পার্কটি সম্পূর্ণ বিনোদনের জন্যে তৈরি সব থেকে আকর্ষণীয় জিনিস হল “ফেরারি বিশ্ব” এই পার্কের বৈশিষ্ট্য ২০টির বেশি ফারারি রাইডস। এই রাইডসের চড়ার পাশাপাশি রয়েছে ইতালির সুস্বাদু খাবার এবং শপিং করার বিশাল একটি মল। ফারারি পাগল মানুষদের জন্য এটি একটি অবশ্যই দেখার স্থান৷
এই থিম পার্কের অন্যতম আরেকটি আকর্ষণীয় বিষয় হল, আকাশের ওপর থেকে বিশালাকার একটি ছাদ যেখানে ফারারির সব থেকে বড় লোগোটি আছে যার আয়তন ২০০,০০০ sq. mt.
অনেক রাইডসের মধ্যে বিশ্বের দ্রুততম রোলার কোস্টারটি এখানেই রয়েছে৷ আরও একটু বেশি এক্সাইটমেন্টের জন্য রয়েছে এক অন্যরকম ব্যবস্থা যেখানে বিখ্যাত FORMULA 1 কার রেসিং এর শুধু স্পিড নয় দেখতে পাবেন ঈগল আই প্যানোরামিক দৃষ্টিভঙ্গিতে গোটা ফেরারি বিশ্বটাকে, এছাড়াও রয়েছে বিভিন্ন 3D এবং 4D শো যেরকম বাকি বিনোদন পার্কে থাকে৷
আকাশ নিউজ ডেস্ক 

























