অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধান বিচারপতিকে নাকি গৃহবন্দি করে রাখা হয়েছে; কোথায়? তিনি অসুস্থ, চিকিৎসকের কাছেও যাচ্ছেন বিনা বাধায়। মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধান বিচারপতি এসকে সিনহার ছুটি নিয়ে নোংরা রাজনীতি চলছে। এছাড়া আমাদের দেশের নোংরা রাজনীতি, তার ছুটি নিয়েও নোংরা রাজনীতি চলছে। নোংরা রাজনীতি ছেড়ে আমাদের পাশে দাঁড়ান, রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা করুন। সুষ্ঠু রাজনীতির চর্চা করুন।
তিনি আরো বলেন, বিএনপি এখন পুষ্টির অভাবে ভুগছে। তাদের পুষ্টি দিতে হবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যেখানে প্রধানমন্ত্রী জাতিসংঘে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, রোহিঙ্গাদের না ডুবিয়ে মায়ের স্নেহে বুকে টেনে নিয়েছেন; সেখানে বিএনপি এসব দেখে না।
আকাশ নিউজ ডেস্ক 



















