অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বার্লিনে একটি নির্বাচনি জনসভায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, “এটি আমাদের জন্য একটি ভয়াবহ বিপদ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে পৃথিবী বদলে যাবে।”
তিনি বলেছেন, “ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের সম্ভাব্য সিদ্ধান্তের ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্পের এ সিদ্ধান্তের কারণে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে বসে তাহলে কিন্তু তা কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না।”
মার্কিন প্রশাসন আইনের শাসনকে ‘শক্তিশালীর শাসনে’ রূপ দেয়ার যে চেষ্টা করছে তার তীব্র নিন্দা জানিয়ে সিগমার গ্যাব্রিয়েল বলেন, সমঝোতার প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের পাশাপাশি জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা সই করে ইরান। জার্মানি ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 






















