অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফের স্ত্রী শীলা আশরাফের অবস্থা সংকটাপন্ন। অনেক দিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছেন। শনিবার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন সৈয়দ আশরাফ।
শীলা আশরাফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এর আগে জার্মানির একটি হাসপাতালে তার কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপ চিকিৎসা করা হয়। স্ত্রীর অসুস্থতার জন্য সৈয়দ আশরাফও দীর্ঘদিন লন্ডনে ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
সূত্র জানিয়েছে, সৈয়দ আশরাফের পরিবার শীলা আশরাফের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























