ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

শরীয়তপুরে হাত বোমার বিস্ফোরণের ঘটনায় যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান জাজিরার বিলাসপুর এর সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। পুলিশের ধারণা, হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে সোহানের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এরই মধ্যে আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ঘরের ভেতরে বোমা তৈরির আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল এবং এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

শরীয়তপুরে হাত বোমার বিস্ফোরণের ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ১২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান জাজিরার বিলাসপুর এর সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। পুলিশের ধারণা, হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে সোহানের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এরই মধ্যে আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ঘরের ভেতরে বোমা তৈরির আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল এবং এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।