ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

‘ওয়ানডে’ খেলছে দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আরেকটু চালিয়ে খেললেই তো রেকর্ড বইয়ে নাম তুলে ফেলতে পারতেন ডিন এলগার। করতে পারতেন লাঞ্চের আগে সেঞ্চুরি! সেটি না হলেও বাংলাদেশের বোলারদের যেভাবে শাসন করলেন প্রথম সেশনে, ব্লুমফন্টেইনে বড় দুর্ভোগই অপেক্ষা করছে মুশফিকদের। ওভারপ্রতি চারের ওপর রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ১২৬ রান করে লাঞ্চে গেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে মনে হচ্ছে তারা ওয়ানডে খেলছে!

পচেফস্ট্রুম টেস্টের মতো আজও টস জিতে ফিল্ডিং নিয়েছেন মুশফিক। মানগাউং ওভালের উইকেটে হালকা ঘাস আছে। শুরুর দিকে বল একটু এদিক–সেদিক করতে পারে, এমনকি ভালো বাউন্স পেতে পারেন বোলাররা—এই ভাবনায় হয়তো ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মুশফিক বলেছিলেন, ‘আশা করি, বোলারদের জন্য কিছু থাকবে।’ তাঁর এ সিদ্ধান্ত নিয়ে যদিও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু অধিনায়কের টস জয়ের যৌক্তিকতা যাঁরা প্রমাণ করতে পারতেন, সেই মোস্তাফিজ-রুবেলরা হতাশ করেছেন প্রথম সেশনে।

প্রথম টেস্টে বোলারদের পারফরম্যান্সে ভীষণ হতাশ মুশফিক প্রথম ৬ ওভারে ব্যবহার করলেন ৪ বোলার! প্রথম সেশনে যদিও ব্যবহার করেছেন পাঁচ বোলার। তিন পেসার মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায় ও রুবেল হোসেনের পাশাপাশি মিডিয়াম পেসার সৌম্য সরকারকে দিয়েও এক ওভার বোলিং করিয়েছেন মুশফিক। শুভাশিসের করা চতুর্থ ওভারেই দক্ষিণ আফ্রিকা নিয়েছে ১৫ রান। দ্রুত রান তোলার ধারাটা তারা অব্যাহত রেখেছে পুরো সেশনেই। এলগার অপরাজিত ৭২ ও মার্করাম ৫৪ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

‘ওয়ানডে’ খেলছে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৫:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

আরেকটু চালিয়ে খেললেই তো রেকর্ড বইয়ে নাম তুলে ফেলতে পারতেন ডিন এলগার। করতে পারতেন লাঞ্চের আগে সেঞ্চুরি! সেটি না হলেও বাংলাদেশের বোলারদের যেভাবে শাসন করলেন প্রথম সেশনে, ব্লুমফন্টেইনে বড় দুর্ভোগই অপেক্ষা করছে মুশফিকদের। ওভারপ্রতি চারের ওপর রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ১২৬ রান করে লাঞ্চে গেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে মনে হচ্ছে তারা ওয়ানডে খেলছে!

পচেফস্ট্রুম টেস্টের মতো আজও টস জিতে ফিল্ডিং নিয়েছেন মুশফিক। মানগাউং ওভালের উইকেটে হালকা ঘাস আছে। শুরুর দিকে বল একটু এদিক–সেদিক করতে পারে, এমনকি ভালো বাউন্স পেতে পারেন বোলাররা—এই ভাবনায় হয়তো ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মুশফিক বলেছিলেন, ‘আশা করি, বোলারদের জন্য কিছু থাকবে।’ তাঁর এ সিদ্ধান্ত নিয়ে যদিও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু অধিনায়কের টস জয়ের যৌক্তিকতা যাঁরা প্রমাণ করতে পারতেন, সেই মোস্তাফিজ-রুবেলরা হতাশ করেছেন প্রথম সেশনে।

প্রথম টেস্টে বোলারদের পারফরম্যান্সে ভীষণ হতাশ মুশফিক প্রথম ৬ ওভারে ব্যবহার করলেন ৪ বোলার! প্রথম সেশনে যদিও ব্যবহার করেছেন পাঁচ বোলার। তিন পেসার মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায় ও রুবেল হোসেনের পাশাপাশি মিডিয়াম পেসার সৌম্য সরকারকে দিয়েও এক ওভার বোলিং করিয়েছেন মুশফিক। শুভাশিসের করা চতুর্থ ওভারেই দক্ষিণ আফ্রিকা নিয়েছে ১৫ রান। দ্রুত রান তোলার ধারাটা তারা অব্যাহত রেখেছে পুরো সেশনেই। এলগার অপরাজিত ৭২ ও মার্করাম ৫৪ রানে।