আকাশ স্পোর্টস ডেস্ক:
আসন্ন অ্যাসেজ সিরিজের সময় তদন্তাধীন থাকলে ইংল্যান্ড দলের অংশ হতে পারবেন না অলরাউন্ডার বেন স্টোকস। টেস্ট দলের সহ-অধিনায়ক স্টোকসের বিরুদ্ধে এক তরুণকে মারধরের অভিযোগে তদন্ত চলছে। গত ২৫ সেপ্টেম্বর ব্রিস্টল নাইটক্লাবের বাইরে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় তদন্তের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দেয়নি পুলিশ। এ ধরনের ক্ষেত্রে তদন্ত শেষ করতে কয়েক মাস বেশি সময় অনেক ক্ষেত্রে লেগে যায়। কিন্তু ইংল্যান্ড দল আগাশী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া যাবে, যেখানে তাদের প্রথম টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর। তবে এর আগে তদন্ত শেষ হয়ে গেলে তার খেলতে সমস্যা হবে না। কারণ ওই ঘটনার দুদিন পর অ্যাশেজের জন্য ঘোষিত দলে স্টোকসকে রেখেছে। তবে একই ঘটনায় তার সঙ্গে থাকা আরেক ক্রিকেট অ্যালেক্স হেলসকে বিবেচনা করা হয়নি।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচ সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ইংল্যান্ড। তবে ২০১৫ সালে ইংলিশরা ৩-২ ব্যবধানে সিরিজ জিতে।
-বিবিসি।
আকাশ নিউজ ডেস্ক 

























