ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম

ইরানের ‘নৈতিকতা পুলিশ’সহ একাধিক বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে কানাডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের নিরাপত্তা বাহিনী হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংসভাবে দমন-পীড়ন চালিয়ে যাওয়ায় দেশটির নৈতিকতা পুলিশসহ ‘ডজন ডজন’ ইরানী ব্যক্তি এবং সত্তাকে নিষেধাজ্ঞা দেবে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার এমনটি ঘোষণা করেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

ইরানে বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের উদ্দেশে ট্রুডো বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কানাডিয়ানরাও চায়, ইসলামিক প্রজাতন্ত্রের সরকার ‘তার জনগণের কথা শুনবে, তাদের স্বাধীনতা ও অধিকারের দমনের অবসান ঘটাবে এবং ইরানের নারী ও সমস্ত জনগণকে স্বাধীনভাবে তাদের জীবন চালিয়ে যেতে দেবে।’

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রুডো বলেছিলেন, কানাডার হাতে ইতিমধ্যেই ‘বিশ্বের অন্যতম কঠোর নিষেধাজ্ঞার ব্যবস্থা’ রয়েছে এবং এই বিষয়ে আরও কিছু করবে। আমরা কিছু আইআরজিসি সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি এবং নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো পদক্ষেপ আমরা বিবেচনা করব।

২০২০ সালের জানুয়ারিতে ইউক্রেন এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২, তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা করে। এত কয়েক ডজন কানাডিয়ানসহ ১৭৬ জন নিহত হয়। তারপর থেকে কানাডিয়ান সরকার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য বিরোধী রক্ষণশীলসহ বেশ কয়েকটি গোষ্ঠীর দ্বারা চাপ সৃষ্টি করেছে।

ইরানের সমস্ত প্রদেশে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনি মারা যাওয়ার পর সাম্প্রতিক বিক্ষোভের সূচনা হয়েছে।

আমিনি (২২) তার পরিবারের সঙ্গে কুর্দিস্থান থেকে তেহরানে ভ্রমণ করছিলেন। তার হিজাব খুব ঢিলেঢালাভাবে পরার জন্য ১৩ সেপ্টেম্বর ইরশাদ টহলদল তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে নৈতিক নিরাপত্তা পুলিশ কেন্দ্রে স্থানান্তর করা হয়। কয়েক ঘন্টা পরে, তাকে অ্যাম্বুলেন্সে করে কাসারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি ১৬ সেপ্টেম্বর মারা যান।

আমিনীর পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে পুলিশ ভ্যানে মারধর করা হয়, মাথায় বেশ কয়েকটি আঘাত করা হয়। পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, আমিনী হৃদরোগে মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

ইরানের ‘নৈতিকতা পুলিশ’সহ একাধিক বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে কানাডা

আপডেট সময় ০৯:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের নিরাপত্তা বাহিনী হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংসভাবে দমন-পীড়ন চালিয়ে যাওয়ায় দেশটির নৈতিকতা পুলিশসহ ‘ডজন ডজন’ ইরানী ব্যক্তি এবং সত্তাকে নিষেধাজ্ঞা দেবে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার এমনটি ঘোষণা করেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

ইরানে বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের উদ্দেশে ট্রুডো বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কানাডিয়ানরাও চায়, ইসলামিক প্রজাতন্ত্রের সরকার ‘তার জনগণের কথা শুনবে, তাদের স্বাধীনতা ও অধিকারের দমনের অবসান ঘটাবে এবং ইরানের নারী ও সমস্ত জনগণকে স্বাধীনভাবে তাদের জীবন চালিয়ে যেতে দেবে।’

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রুডো বলেছিলেন, কানাডার হাতে ইতিমধ্যেই ‘বিশ্বের অন্যতম কঠোর নিষেধাজ্ঞার ব্যবস্থা’ রয়েছে এবং এই বিষয়ে আরও কিছু করবে। আমরা কিছু আইআরজিসি সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি এবং নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো পদক্ষেপ আমরা বিবেচনা করব।

২০২০ সালের জানুয়ারিতে ইউক্রেন এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২, তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা করে। এত কয়েক ডজন কানাডিয়ানসহ ১৭৬ জন নিহত হয়। তারপর থেকে কানাডিয়ান সরকার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য বিরোধী রক্ষণশীলসহ বেশ কয়েকটি গোষ্ঠীর দ্বারা চাপ সৃষ্টি করেছে।

ইরানের সমস্ত প্রদেশে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনি মারা যাওয়ার পর সাম্প্রতিক বিক্ষোভের সূচনা হয়েছে।

আমিনি (২২) তার পরিবারের সঙ্গে কুর্দিস্থান থেকে তেহরানে ভ্রমণ করছিলেন। তার হিজাব খুব ঢিলেঢালাভাবে পরার জন্য ১৩ সেপ্টেম্বর ইরশাদ টহলদল তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে নৈতিক নিরাপত্তা পুলিশ কেন্দ্রে স্থানান্তর করা হয়। কয়েক ঘন্টা পরে, তাকে অ্যাম্বুলেন্সে করে কাসারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি ১৬ সেপ্টেম্বর মারা যান।

আমিনীর পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে পুলিশ ভ্যানে মারধর করা হয়, মাথায় বেশ কয়েকটি আঘাত করা হয়। পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, আমিনী হৃদরোগে মারা গেছেন।