আকাশ স্পোর্টস ডেস্ক:
৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে লড়াই করার মতো পুঁজি এনে দিলেন ভানুকা রাজাপক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর বল হাতে পাকিস্তানের ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়লেন লঙ্কান বোলাররা।
বল হাতে প্রমোদ মাদুশানের পাশাপাশি আলো ছড়ালেন হাসারাঙ্গাও। আর তাতেই পাকিস্তানকে গুঁড়িয়ে শিরোপা জিতলো শানাকাবাহিনী।
এশিয়া কাপের ফাইনালে আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছে লঙ্কানরা। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।
এবার নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হলো তারা। অন্যদিকে প্রায় ১০ বছর পর এশিয়া কাপের শিরোপা জেতার একদম কাছ থেকে ফিরলো পাকিস্তান।
আকাশ নিউজ ডেস্ক 



















