ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

টু‌ঙ্গিপাড়ায় শিশু‌কে পা‌নি‌তে ফে‌লে হত্যা, আটক সৎ মা

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার গজা‌লিয়া স্লুইচ‌ (লক) গেট থে‌কে পানিতে ফে‌লে মারিয়া নামে এক শিশুকে (৩) হত্যা করেছে তার সৎ মা। এ ঘটনায় পু‌লিশ সৎ মা সো‌নিয়া বেগম‌কে (২৫) আটক ক‌রে‌ছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে গজা‌লিয়া গ্রা‌মের কাঠুয়ার খা‌লের ওপর নি‌র্মিত স্লুইচ‌ গে‌ট থে‌কে ধাক্কা দি‌য়ে ওই শিশু‌কে খা‌লের পা‌নি‌তে ফে‌লে দেন সৎ মা সো‌নিয়া। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গ‌তি‌তে সিংগা নদী থে‌কে বি‌লে পা‌নি ঢুক‌ছিল। মুহূর্তেই শিশুটি পা‌নি‌তে ডু‌বে যায়।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ এসে অভিযুক্ত সৎ মা সো‌নিয়াকে জিজ্ঞাসাবাদ কর‌লে তিনি পু‌লি‌শের কা‌ছে শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার ক‌রেন। এসময় ওই শিশুর বাবা রহমত মোল্লা, এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা উপ‌স্থিত ছি‌লেন।

শিশুটির বাবা রহমত মোল্লা ব‌লেন, আনুমা‌নিক ৫ মাস আ‌গে বাচ্চা প্রসব হওয়ার সময় ‌তার স্ত্রী রিনা বেগম মারা যান। তখন সদ‌্য জন্ম হওয়াসহ তিন মেয়ে রে‌খে যান রিনা। ৪ মাস আ‌গে ওই সন্তা‌নদের লালন পালন ও দেখাশুনার জন‌্য একই গ্রা‌মের ‌মিজানুর সিকদা‌রের মে‌য়ে সো‌নিয়াকে বি‌য়ে করি। কিন্তু বি‌য়ের পর স্ত্রী সো‌নিয়া তার কথা রা‌খেন‌নি। তখন ছোট মে‌য়ে‌টি এক আত্মীয়ের‌ কা‌ছে দি‌য়ে দি‌লে সে মারা যায়। পরে সানজিদা ও মা‌রিয়া‌কে নি‌য়ে কা‌ছে রাখি। কিন্তু দ্বিতীয় স্ত্রী ‌ওদের মে‌নে নি‌তে পার‌ছি‌লেন না। ও‌দের সঙ্গে সব সময় খারাপ ব‌্যবহার করতেন। রা‌তে দেরি ক‌রে খাবার রান্না করতেন যেন বাচ্চা মে‌য়ে দুটি ঘু‌মি‌য়ে যায়।

তি‌নি আরও ব‌লেন, আজ খুব সকা‌লে জাল থে‌কে মাছ ছা‌ড়ি‌য়ে বাজা‌রে বি‌ক্রি ক‌রে বা‌ড়ি ফি‌রে দুই মে‌য়ে‌কে খোঁজাখুঁজি কর‌লে মা‌রিয়াকে পাওয়া যা‌চ্ছি‌লো না। সো‌নিয়া‌কে জিজ্ঞাসা কর‌লে সে ব‌লে জা‌নে না। প‌রে সো‌নিয়া বা‌ড়ি থে‌কে দৌ‌ড়ে পালা‌ছিলেন। তখন এলাকাবাসী ও স্বজনরা তা‌কে ধ‌রে ফে‌লেন। প‌রে থানায় খবর দি‌লে পু‌লিশ আসে সেসময় তাদের কা‌ছে মে‌য়ে‌কে খা‌লের পা‌নি‌তে ফে‌লে দেওয়ার কথা স্বীকার ক‌রেন সোনিয়া।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, বি‌কেল সোয়া ৩টার দি‌কে খুলনা থে‌কে আসা ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার ক‌রে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

টু‌ঙ্গিপাড়ায় শিশু‌কে পা‌নি‌তে ফে‌লে হত্যা, আটক সৎ মা

আপডেট সময় ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার গজা‌লিয়া স্লুইচ‌ (লক) গেট থে‌কে পানিতে ফে‌লে মারিয়া নামে এক শিশুকে (৩) হত্যা করেছে তার সৎ মা। এ ঘটনায় পু‌লিশ সৎ মা সো‌নিয়া বেগম‌কে (২৫) আটক ক‌রে‌ছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে গজা‌লিয়া গ্রা‌মের কাঠুয়ার খা‌লের ওপর নি‌র্মিত স্লুইচ‌ গে‌ট থে‌কে ধাক্কা দি‌য়ে ওই শিশু‌কে খা‌লের পা‌নি‌তে ফে‌লে দেন সৎ মা সো‌নিয়া। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গ‌তি‌তে সিংগা নদী থে‌কে বি‌লে পা‌নি ঢুক‌ছিল। মুহূর্তেই শিশুটি পা‌নি‌তে ডু‌বে যায়।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ এসে অভিযুক্ত সৎ মা সো‌নিয়াকে জিজ্ঞাসাবাদ কর‌লে তিনি পু‌লি‌শের কা‌ছে শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার ক‌রেন। এসময় ওই শিশুর বাবা রহমত মোল্লা, এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা উপ‌স্থিত ছি‌লেন।

শিশুটির বাবা রহমত মোল্লা ব‌লেন, আনুমা‌নিক ৫ মাস আ‌গে বাচ্চা প্রসব হওয়ার সময় ‌তার স্ত্রী রিনা বেগম মারা যান। তখন সদ‌্য জন্ম হওয়াসহ তিন মেয়ে রে‌খে যান রিনা। ৪ মাস আ‌গে ওই সন্তা‌নদের লালন পালন ও দেখাশুনার জন‌্য একই গ্রা‌মের ‌মিজানুর সিকদা‌রের মে‌য়ে সো‌নিয়াকে বি‌য়ে করি। কিন্তু বি‌য়ের পর স্ত্রী সো‌নিয়া তার কথা রা‌খেন‌নি। তখন ছোট মে‌য়ে‌টি এক আত্মীয়ের‌ কা‌ছে দি‌য়ে দি‌লে সে মারা যায়। পরে সানজিদা ও মা‌রিয়া‌কে নি‌য়ে কা‌ছে রাখি। কিন্তু দ্বিতীয় স্ত্রী ‌ওদের মে‌নে নি‌তে পার‌ছি‌লেন না। ও‌দের সঙ্গে সব সময় খারাপ ব‌্যবহার করতেন। রা‌তে দেরি ক‌রে খাবার রান্না করতেন যেন বাচ্চা মে‌য়ে দুটি ঘু‌মি‌য়ে যায়।

তি‌নি আরও ব‌লেন, আজ খুব সকা‌লে জাল থে‌কে মাছ ছা‌ড়ি‌য়ে বাজা‌রে বি‌ক্রি ক‌রে বা‌ড়ি ফি‌রে দুই মে‌য়ে‌কে খোঁজাখুঁজি কর‌লে মা‌রিয়াকে পাওয়া যা‌চ্ছি‌লো না। সো‌নিয়া‌কে জিজ্ঞাসা কর‌লে সে ব‌লে জা‌নে না। প‌রে সো‌নিয়া বা‌ড়ি থে‌কে দৌ‌ড়ে পালা‌ছিলেন। তখন এলাকাবাসী ও স্বজনরা তা‌কে ধ‌রে ফে‌লেন। প‌রে থানায় খবর দি‌লে পু‌লিশ আসে সেসময় তাদের কা‌ছে মে‌য়ে‌কে খা‌লের পা‌নি‌তে ফে‌লে দেওয়ার কথা স্বীকার ক‌রেন সোনিয়া।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, বি‌কেল সোয়া ৩টার দি‌কে খুলনা থে‌কে আসা ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার ক‌রে।