অাকাশ জাতীয় ডেস্ক:
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা কোন যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এ সংকটের সমাধান চাই। সোমবার সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মিয়ানমার সরকার বিশ্বের চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। এছাড়া বাংলাদেশ সরকার তাদের দেশ থেকে জীবন বাঁচাতে আসা নিরীহ মানুষকে আশ্রয় দিয়েছে, স্বাস্থ্যসেবা ও খাদ্যসহ মানবিক সকল সাহায্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, মিয়ানমারের বর্বর সরকার নিজের দেশের মানুষকে হত্যা ও নির্যাতন করেছে। এছাড়া মিয়ানমার থেকে সফরে আসা মন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি দেখুন আপনাদের দেশের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে এসে কত কষ্ট পাচ্ছে। তাদেরকে ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন।
আকাশ নিউজ ডেস্ক 




















