ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

তারা স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তিতে ক্ষমতায় থাকতে চায়: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার গঠনের প্রশ্নে আমরা সবসময় জনগণের শক্তির ওপর সাহস করেই কথা বলি। সেজন্য স্বচ্ছ নির্বাচন, ইম্প্রেসিভ নির্বাচন, সবার অংশগ্রহণে নির্বাচন আমরা চাই। আমরা কারও কাছে ধর্না দিই না যে আমাদেরকে ক্ষমতায় বসাতে হবে। ওরা (সরকার) সব কিছু হারিয়েছে, তারা জনগণকে ত্যাজ্য করেছে বলেই অন্যের কাছে যাচ্ছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য।’

‘স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তির ওপর দিয়ে তারা (সরকার) ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়’ বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র।

শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের মানুষের কাছে যাওয়ার তো তাদের মুখ নেই, কারণ তারা ভোটকে কবর দিয়েছে, তারা গণতন্ত্রকে কবর দিয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতাকে কবর দিয়েছে। তারা জনগণের কাছে যেতে পারবে না বলেই অন্যদের কাছে ধর্ণা দিচ্ছে। আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তির ওপর দিয়ে তারা ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।’

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের উদ্ধৃতি টেনে গতকাল দেয়া তার আরেক বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।’

‘আমরা বলেছি পার্শ্ববর্তী দেশকে, বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে হবে’- বৃহস্পতিবার দেয়া পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘এ কথাটা কিন্তু আজকে দেশের প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে। তার মানে কি জনগণের সমর্থন নেই? শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই-এই কথাটাই তো সত্য প্রমাণিত হয়েছে।’

‘এই অবৈধ পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন। এই সরকার সম্পর্কে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা সেটাই এই সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশত থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী’- বলেন রুহুল কবির রিজভী।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘আমাদের নেত্রী এই সরকার প্রধানকে লেন্দুপ দর্জির সাথে তুলনা করেছিলেন। এটা কি প্রমাণিত হয় না আজকে মোমেন সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে?

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে দেশে গুম, খুন, হত্যার রাজত্ব চলছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নেই। কিন্তু এগুলোর বিষয়ে সরকার কর্ণপাত করে না। কারণ আপনারা জানেন এদের কারণেই এসব ঘটনা ঘটছে। জনগণের ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। তারা দাঁড়িয়ে থাকতে চায় অন্যের শক্তির ওপর দিয়ে। এরা যে দড়িটা ধরে আছে সেটা জনগণের দড়ি নয়, রশিটা হচ্ছে বাইরের। আজকে প্রকাশ্যে সেটা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।’

বিএনপি নেতা রিজভী বলেন, ‘আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান। আমরা জাতীয়তাবাদী শক্তির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান- তাদের নেতৃত্বে আমরা গড়ে উঠেছি। আমরা আমাদের জনগণকে বিশ্বাস করি, জনগণকে আমরা মনে করি সকল ক্ষমতার উৎস, যেটা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে গেছেন। আমাদের দড়ি অন্য কোথাও নেই।’

এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

তারা স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তিতে ক্ষমতায় থাকতে চায়: রিজভী

আপডেট সময় ০৩:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার গঠনের প্রশ্নে আমরা সবসময় জনগণের শক্তির ওপর সাহস করেই কথা বলি। সেজন্য স্বচ্ছ নির্বাচন, ইম্প্রেসিভ নির্বাচন, সবার অংশগ্রহণে নির্বাচন আমরা চাই। আমরা কারও কাছে ধর্না দিই না যে আমাদেরকে ক্ষমতায় বসাতে হবে। ওরা (সরকার) সব কিছু হারিয়েছে, তারা জনগণকে ত্যাজ্য করেছে বলেই অন্যের কাছে যাচ্ছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য।’

‘স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তির ওপর দিয়ে তারা (সরকার) ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়’ বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র।

শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের মানুষের কাছে যাওয়ার তো তাদের মুখ নেই, কারণ তারা ভোটকে কবর দিয়েছে, তারা গণতন্ত্রকে কবর দিয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতাকে কবর দিয়েছে। তারা জনগণের কাছে যেতে পারবে না বলেই অন্যদের কাছে ধর্ণা দিচ্ছে। আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তির ওপর দিয়ে তারা ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।’

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের উদ্ধৃতি টেনে গতকাল দেয়া তার আরেক বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।’

‘আমরা বলেছি পার্শ্ববর্তী দেশকে, বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে হবে’- বৃহস্পতিবার দেয়া পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘এ কথাটা কিন্তু আজকে দেশের প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে। তার মানে কি জনগণের সমর্থন নেই? শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই-এই কথাটাই তো সত্য প্রমাণিত হয়েছে।’

‘এই অবৈধ পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন। এই সরকার সম্পর্কে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা সেটাই এই সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশত থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী’- বলেন রুহুল কবির রিজভী।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘আমাদের নেত্রী এই সরকার প্রধানকে লেন্দুপ দর্জির সাথে তুলনা করেছিলেন। এটা কি প্রমাণিত হয় না আজকে মোমেন সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে?

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে দেশে গুম, খুন, হত্যার রাজত্ব চলছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নেই। কিন্তু এগুলোর বিষয়ে সরকার কর্ণপাত করে না। কারণ আপনারা জানেন এদের কারণেই এসব ঘটনা ঘটছে। জনগণের ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। তারা দাঁড়িয়ে থাকতে চায় অন্যের শক্তির ওপর দিয়ে। এরা যে দড়িটা ধরে আছে সেটা জনগণের দড়ি নয়, রশিটা হচ্ছে বাইরের। আজকে প্রকাশ্যে সেটা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।’

বিএনপি নেতা রিজভী বলেন, ‘আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান। আমরা জাতীয়তাবাদী শক্তির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান- তাদের নেতৃত্বে আমরা গড়ে উঠেছি। আমরা আমাদের জনগণকে বিশ্বাস করি, জনগণকে আমরা মনে করি সকল ক্ষমতার উৎস, যেটা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে গেছেন। আমাদের দড়ি অন্য কোথাও নেই।’

এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।