ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

চা শ্রমিকদের আন্দোলনে বিএনপির সংহতি, দাবি মেনে নেয়ার আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক: 

সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের কয়েক হাজার চা শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছেন তার প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এই দাবি মেনে নেয়ার আহ্বান জানায় দলটি।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংহতি প্রকাশ ও দাবি মানার আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘চা শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা। এই স্বল্প মজুরিতে মানবেতর জীবন-যাপন করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে দুর্মূল্যের বাজারে এই মজুরিতে চা শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে।

ফখরুল বলেন, ‘দেশের চা শিল্পের সাথে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমাদের দেশের চা রপ্তানির মাধ্যমে। চা শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এই চাশিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বিমাতাসুলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবি দাওয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে চা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে এবং স্থবিরতা নেমে আসবে।’

‘সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে, আর অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদণ্ড যে শ্রমিকরা তাদেরকে নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে’- এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে চা শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয় সেজন্য মালিক পক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এই মুহূর্তে শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। চা শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জোর আহ্বান জানাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

চা শ্রমিকদের আন্দোলনে বিএনপির সংহতি, দাবি মেনে নেয়ার আহ্বান

আপডেট সময় ১২:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের কয়েক হাজার চা শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছেন তার প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এই দাবি মেনে নেয়ার আহ্বান জানায় দলটি।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংহতি প্রকাশ ও দাবি মানার আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘চা শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা। এই স্বল্প মজুরিতে মানবেতর জীবন-যাপন করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে দুর্মূল্যের বাজারে এই মজুরিতে চা শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে।

ফখরুল বলেন, ‘দেশের চা শিল্পের সাথে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমাদের দেশের চা রপ্তানির মাধ্যমে। চা শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এই চাশিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বিমাতাসুলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবি দাওয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে চা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে এবং স্থবিরতা নেমে আসবে।’

‘সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে, আর অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদণ্ড যে শ্রমিকরা তাদেরকে নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে’- এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে চা শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয় সেজন্য মালিক পক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এই মুহূর্তে শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। চা শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জোর আহ্বান জানাচ্ছে।’