আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, গুম-খুনের বিষয়ে বিএনপি যে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন। যাদের বিষয়ে গুম-খুনের কথা বলা হয়েছে তাদের মধ্যে অনেকে ছয় মাস, এক বছর পর তাদের বাড়ি ফিরে এসেছে। দেখা গেছে- তারা বিভিন্ন সামাজিক ও পারিবারিক বা অনেকে নিরাপত্তার কারণে বাইরে ছিল। যেটাকে তারা গুম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেটা পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
দেশে গুম, খুনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আয়োজনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এ ব্যাপারে হানিফ আরও বলেন, আমরা তো মনে করি যে, বিএনপি শুধুমাত্র তাদের ব্যক্তিগত আক্রোশ রাজনৈতিকভাবে চালানোর জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচার হিসেবে তারা আসছে। বিএনপির কাছে সরকারের বিরুদ্ধে বলার মতো কিছুই নেই। বিএনপির পায়ের নিচে মাটি নেই এজন্য তারা সরকারের নামে নানা অপপ্রচার চালাচ্ছে। বিএনপি যে বাংলাদেশকে আফগানিস্তান ও তালেবান বানানোর স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নই থেকে যাবে।
বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশের বিষয়ে সাংসদ হানিফ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তারা নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারবে। তবে সমাবেশের নামে কেউ সহিংসতা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত জাতীয় শোক দিবসের এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হেসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ট্রজারার প্রফেসর ড. সেলিম তোহা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। সঞ্চালনায় ছিলেন সম্পাদক নসিম আহমেদ জয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















