ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে: আহসান এইচ মনসুর দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান-নিন্দা সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই: মাহফুজ আলম জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডে দণ্ডিত করার হুঁশিয়ারি ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

শরীয়তপুরে বাসি খাবার খেয়ে ২ শিশুর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো সৌরভ (৬) ও খাদিজা (৫)। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগমের সন্তান। একই খাবার খেয়ে দুই শিশুর বড় বোন সাথি আক্তার (১৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা গতকাল দুপুরে ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে সৌরভ ও খাদিজা কাঁঠাল খায়। এরপর দুপুরে দুই শিশুর চাচি রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম, তার বড় মেয়ে সাথি আক্তার। এ সময় ওই দুই শিশু এবং চাচি রওশনও ওই বিরিয়ানি খান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ওই পাঁচজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়।

দুই শিশুর মা আইরিছ বেগম বলেন, ‘বাসি বিরিয়ানি খেলে এমন হবে, তা বুঝতে পারিনি। তাহলে সন্তানদের খেতে দিতাম না। আমার জা রওশন সন্তানদের ভালোবেসে প্রায় খাবার খেতে দেন। আমাদের সঙ্গে জা নিজেও ওই বিরিয়ানি খেয়েছিল। কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারিনি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজন অসুস্থ হয়ে গতকাল রাতে হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের ঢাকায় পাঠানো হলে সেখানে দুই শিশু মারা যায়। তবে তাদের খাবারে কেমন বিষক্রিয়া ছিল, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

শরীয়তপুরে বাসি খাবার খেয়ে ২ শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো সৌরভ (৬) ও খাদিজা (৫)। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগমের সন্তান। একই খাবার খেয়ে দুই শিশুর বড় বোন সাথি আক্তার (১৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা গতকাল দুপুরে ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে সৌরভ ও খাদিজা কাঁঠাল খায়। এরপর দুপুরে দুই শিশুর চাচি রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম, তার বড় মেয়ে সাথি আক্তার। এ সময় ওই দুই শিশু এবং চাচি রওশনও ওই বিরিয়ানি খান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ওই পাঁচজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়।

দুই শিশুর মা আইরিছ বেগম বলেন, ‘বাসি বিরিয়ানি খেলে এমন হবে, তা বুঝতে পারিনি। তাহলে সন্তানদের খেতে দিতাম না। আমার জা রওশন সন্তানদের ভালোবেসে প্রায় খাবার খেতে দেন। আমাদের সঙ্গে জা নিজেও ওই বিরিয়ানি খেয়েছিল। কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারিনি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজন অসুস্থ হয়ে গতকাল রাতে হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের ঢাকায় পাঠানো হলে সেখানে দুই শিশু মারা যায়। তবে তাদের খাবারে কেমন বিষক্রিয়া ছিল, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি।