ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লাল শাড়িতে ওটিলিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। ২২ জুলাই ঢাকায় এসেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২৩ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। সেখানেই দর্শকদের প্রায় এক ঘণ্টা গান শোনান তিনি। গানের পাশাপাশি নেচেছেনও ৩০ বছরের এই সংগীত তারকা। নেচে গেয়ে মাতিয়ে রাখেন বাংলাদেশের দর্শক।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি নতুন ছবি দিয়ে আবারও জিতে নিয়েছেন বাংলাদেশিদের মন। টুকটুকে লাল শাড়ি পরে একটা ছবি পোস্ট করেছেন ওটিলিয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শাড়ি পরেছেন ওটিলিয়া। সিঁদুর লাল রঙের সেই শাড়ির পাড়ে আলাদা করে বসানো হয়েছে বাটিকের নকশা করা কাপড়। পাড়ের সঙ্গে মিলিয়ে পরেছেন স্লিভলেস কালো ব্লাউজ।

হোটেল রুমে তোলা সেই ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘ট্রাডিশনাল ক্লথ অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

লাল শাড়িতে ওটিলিয়া

আপডেট সময় ১১:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

আকাশ বিনোদন ডেস্ক : 

রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। ২২ জুলাই ঢাকায় এসেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২৩ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। সেখানেই দর্শকদের প্রায় এক ঘণ্টা গান শোনান তিনি। গানের পাশাপাশি নেচেছেনও ৩০ বছরের এই সংগীত তারকা। নেচে গেয়ে মাতিয়ে রাখেন বাংলাদেশের দর্শক।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি নতুন ছবি দিয়ে আবারও জিতে নিয়েছেন বাংলাদেশিদের মন। টুকটুকে লাল শাড়ি পরে একটা ছবি পোস্ট করেছেন ওটিলিয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শাড়ি পরেছেন ওটিলিয়া। সিঁদুর লাল রঙের সেই শাড়ির পাড়ে আলাদা করে বসানো হয়েছে বাটিকের নকশা করা কাপড়। পাড়ের সঙ্গে মিলিয়ে পরেছেন স্লিভলেস কালো ব্লাউজ।

হোটেল রুমে তোলা সেই ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘ট্রাডিশনাল ক্লথ অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক)।