ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

রোহিঙ্গারা অবশ্যই অনুপ্রবেশকারী নন: সুলতানা কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রোহিঙ্গারা অবশ্যই অনুপ্রবেশকারী নন। তারা নির্যাতিত হয়ে একটা জায়গায় আশ্রয় প্রার্থী হয়েছেন। এজন্য তারা শরণার্থীর চেয়েও বেশি মর্যাদাশীল। শুক্রবার রাত আটটায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেদিকে নজর দিতে হবে। কারণ নিজ দেশে ফিরে যাওয়াটা তাদের মৌলিক অধিকার। রোহিঙ্গারা সেচ্ছায় অন্য এদেশে আসেনি। তারা নির্যাতিত।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ত্রাণ ব্যবস্থাপনায় আরও অনেক বেশি সোচ্চার হতে হবে। তারা নিজেরা ছোট ছোট তাবুতে রান্না করছে এবং রাত্রি যাপন করছে। এতে সেখানে ঝুঁকি বাড়ছে। সেখানে যে কোন মুহুর্তে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তাদেরকে নিজেদের রান্না করতে না দিয়ে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করা যায় কিনা তা ভাবতে হবে। সেখানে পানিয় জলের সুব্যবস্থা করতে হবে। শিশুদের রোগ থেকে মুক্তির উপায় বের করতে হবে।

সুলতানা কামাল বলেন, ‘আমরা যারা আছি তারা রোহিঙ্গাদের নিয়ে সাধ্যমত চেষ্টা করছি। তবে অনেক সময় সাধ্যের চেয়ে বেশি করতে হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। নাগরিক সমাজসহ প্রত্যেকটি নাগরিককে যদি রোহিঙ্গাদের সেবায় সম্পৃক্ত করা যেত তাহলে সকল সমস্যা আরও সুন্দরভাবে মেটানো যেত।’

তিনি সারাদেশে রোহিঙ্গা ছড়িয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বলে জানান। এজন্য সবাইকে আরও সুচারুভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আগামী নির্বাচনের চেয়ে রোহিঙ্গা ইস্যু অনেক বড় হয়ে গেছে। তবে সুষ্টু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সকলের সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলো চাইলেই সুষ্ঠু নির্বাচন হবে। তারা যদি চায় কোন রকম হাঙ্গামা ও অন্যায় আচরণ করবেনা। তবেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব।
এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ ছাড়া নরওয়ে রাষ্ট্রদূত এইচ হি মিস সাইডেসেল বিলকেন, ভারতীয় হাইকমিশনের ভিসাা প্রসেসিং সেকশনের কর্মকর্তা দিব্বাঞ্জলীর নেতৃত্বে ৪০ সদস্যের প্রতিনিধি দল, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, সহকারি সমন্বয়কারী এম সানাউল হক দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

রোহিঙ্গারা অবশ্যই অনুপ্রবেশকারী নন: সুলতানা কামাল

আপডেট সময় ০৯:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রোহিঙ্গারা অবশ্যই অনুপ্রবেশকারী নন। তারা নির্যাতিত হয়ে একটা জায়গায় আশ্রয় প্রার্থী হয়েছেন। এজন্য তারা শরণার্থীর চেয়েও বেশি মর্যাদাশীল। শুক্রবার রাত আটটায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেদিকে নজর দিতে হবে। কারণ নিজ দেশে ফিরে যাওয়াটা তাদের মৌলিক অধিকার। রোহিঙ্গারা সেচ্ছায় অন্য এদেশে আসেনি। তারা নির্যাতিত।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ত্রাণ ব্যবস্থাপনায় আরও অনেক বেশি সোচ্চার হতে হবে। তারা নিজেরা ছোট ছোট তাবুতে রান্না করছে এবং রাত্রি যাপন করছে। এতে সেখানে ঝুঁকি বাড়ছে। সেখানে যে কোন মুহুর্তে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তাদেরকে নিজেদের রান্না করতে না দিয়ে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করা যায় কিনা তা ভাবতে হবে। সেখানে পানিয় জলের সুব্যবস্থা করতে হবে। শিশুদের রোগ থেকে মুক্তির উপায় বের করতে হবে।

সুলতানা কামাল বলেন, ‘আমরা যারা আছি তারা রোহিঙ্গাদের নিয়ে সাধ্যমত চেষ্টা করছি। তবে অনেক সময় সাধ্যের চেয়ে বেশি করতে হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। নাগরিক সমাজসহ প্রত্যেকটি নাগরিককে যদি রোহিঙ্গাদের সেবায় সম্পৃক্ত করা যেত তাহলে সকল সমস্যা আরও সুন্দরভাবে মেটানো যেত।’

তিনি সারাদেশে রোহিঙ্গা ছড়িয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বলে জানান। এজন্য সবাইকে আরও সুচারুভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আগামী নির্বাচনের চেয়ে রোহিঙ্গা ইস্যু অনেক বড় হয়ে গেছে। তবে সুষ্টু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সকলের সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলো চাইলেই সুষ্ঠু নির্বাচন হবে। তারা যদি চায় কোন রকম হাঙ্গামা ও অন্যায় আচরণ করবেনা। তবেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব।
এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ ছাড়া নরওয়ে রাষ্ট্রদূত এইচ হি মিস সাইডেসেল বিলকেন, ভারতীয় হাইকমিশনের ভিসাা প্রসেসিং সেকশনের কর্মকর্তা দিব্বাঞ্জলীর নেতৃত্বে ৪০ সদস্যের প্রতিনিধি দল, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, সহকারি সমন্বয়কারী এম সানাউল হক দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন।