ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

প্রশংসায় ভাসছেন ফুটবলকন্যা আনাই মগিনি

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন খাগড়াছড়ির ফুটবলকন্যা আনাই মগিনি। দেশের হয়ে একমাত্র গোলটি করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ওই ফুটবলার।

একমাত্র গোলে ভারতের পরাজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনাই মগিনিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করেন মগিনি। রিপার ব্যাক হিলে মগিনির দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। এর পরই উৎসবে মাতে বাংলাদেশ। পুরো দেশের পাশাপাশি উচ্ছ্বাসটা একটু বেশি ধরা দিয়েছে পার্বত্য জনপদ খাগড়াছড়িতে।

খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়া পাড়ায় জন্ম আনাই মগিনির। জেলার মেয়ে মগিনির গোলের দেশের এ বিজয়কে বড় করে দেখছেন স্থানীয়রা।

খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা মো. শফিক ফেসবুকে লিখেছেন— ‘ অভিনন্দন ! অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল দল। খাগড়াছড়ির মেয়ে আনাই মগিনির একমাত্র গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান বীরক্রম কিশোর ত্রিপুরা তার ফেসবুকে পোস্টে লিখেন— ‘ খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃতী কিশোরী খেলোয়াড় আনাই মগিনির গোলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ভারতকে হারিয়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। ’

খাগড়াছড়ির বাসিন্দা চন্দন কুমার দে তার ফেসবুক পোস্টে লিখেন— ‘ পুরো বিশ্বের মাঝে খাগড়াছড়ির আনাই মগিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে।

খাগড়াছড়ির পার্শ্ববর্তী জেলা রাঙামাটির স্থানীয় সাংবাদিক হেফাজতে সবুজ তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘তোমার (আনাই মগিনি) গোলে জিতেছে দেশ, অভিনন্দন টিম ও আমাদের আনাই মগিনি। ’

খাগড়াছড়ির স্থানীয় উদ্যোক্তা শুক্কুর শরীফ আনাই মগিনির ভূয়সী প্রশংসা করে ফেসবুকে লিখেন—‘খাগড়াছড়ির মেয়ে আনাই মগিনির একমাত্র গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ’

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন,‘ আনাই মগিনির খাগড়াছড়ির সন্তান। তার একমাত্র গোলে সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে বিজয়ী বাংলাদেশ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আনাই মগিনিকে অভিনন্দন জানাই। ’

প্রসঙ্গত, ২০০৩ সালের ১লা মার্চ খাগড়াছড়ির সাতভাইয়া পাড়ায় আনাই মগিনি জন্মগ্রহণ করেন। সাতভাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়া অবস্থায় প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

প্রশংসায় ভাসছেন ফুটবলকন্যা আনাই মগিনি

আপডেট সময় ০৭:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন খাগড়াছড়ির ফুটবলকন্যা আনাই মগিনি। দেশের হয়ে একমাত্র গোলটি করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ওই ফুটবলার।

একমাত্র গোলে ভারতের পরাজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনাই মগিনিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করেন মগিনি। রিপার ব্যাক হিলে মগিনির দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। এর পরই উৎসবে মাতে বাংলাদেশ। পুরো দেশের পাশাপাশি উচ্ছ্বাসটা একটু বেশি ধরা দিয়েছে পার্বত্য জনপদ খাগড়াছড়িতে।

খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়া পাড়ায় জন্ম আনাই মগিনির। জেলার মেয়ে মগিনির গোলের দেশের এ বিজয়কে বড় করে দেখছেন স্থানীয়রা।

খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা মো. শফিক ফেসবুকে লিখেছেন— ‘ অভিনন্দন ! অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল দল। খাগড়াছড়ির মেয়ে আনাই মগিনির একমাত্র গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান বীরক্রম কিশোর ত্রিপুরা তার ফেসবুকে পোস্টে লিখেন— ‘ খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃতী কিশোরী খেলোয়াড় আনাই মগিনির গোলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ভারতকে হারিয়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। ’

খাগড়াছড়ির বাসিন্দা চন্দন কুমার দে তার ফেসবুক পোস্টে লিখেন— ‘ পুরো বিশ্বের মাঝে খাগড়াছড়ির আনাই মগিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে।

খাগড়াছড়ির পার্শ্ববর্তী জেলা রাঙামাটির স্থানীয় সাংবাদিক হেফাজতে সবুজ তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘তোমার (আনাই মগিনি) গোলে জিতেছে দেশ, অভিনন্দন টিম ও আমাদের আনাই মগিনি। ’

খাগড়াছড়ির স্থানীয় উদ্যোক্তা শুক্কুর শরীফ আনাই মগিনির ভূয়সী প্রশংসা করে ফেসবুকে লিখেন—‘খাগড়াছড়ির মেয়ে আনাই মগিনির একমাত্র গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ’

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন,‘ আনাই মগিনির খাগড়াছড়ির সন্তান। তার একমাত্র গোলে সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে বিজয়ী বাংলাদেশ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আনাই মগিনিকে অভিনন্দন জানাই। ’

প্রসঙ্গত, ২০০৩ সালের ১লা মার্চ খাগড়াছড়ির সাতভাইয়া পাড়ায় আনাই মগিনি জন্মগ্রহণ করেন। সাতভাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়া অবস্থায় প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক।