আকাশ স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। নিজের ফেসবুক পেজে মুশফিকুর রহমান লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’
তাসকিন আহমেদ লিখেছেন, ‘যারা বিজয় ছিনিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’
ক্রিকেটার আবু জায়েদ রাহী লিখেছেন, ‘বিজয় দিবসের শুভেচ্ছা। যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করি।’
আকাশ নিউজ ডেস্ক 



















