আকাশ নিউজ ডেস্ক:
প্রিয়জনকে চাঁদ উপহার দেওয়ার কথা তো অনেকেই বলেন। তবে নতুন বউয়ের জন্য অনেকটা তেমনই করে দেখিয়েছেন এক যুবক। আস্ত চাঁদ নয়, স্ত্রীর জন্মদিনে তাকে চাঁদের ১ একর জমি উপহার দিয়েছেন তিনি। এ চাঁদ আবার পৃথিবীর নয়, বৃহস্পতির!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বাসিন্দা শুভজিৎ ঘোষ স্ত্রী রোমিলার জন্মদিনে এই উপহার দেন।
ওই প্রতিবেদনে জানা গেছে, পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুভজিৎ পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মরত। সিমলাপালের প্রত্যন্ত গ্রাম কাহারানের বাসিন্দা হলেও কর্মসূত্রে নাগাল্যাণ্ডের লংলেং জেলায় থাকেন তিনি। িআর হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী রোমিলা বাঁকুড়া শহরের কেন্দুইয়াডিহি গ্রামের বাড়ি থেকে অফিস করেন।
রোমিলার জন্মদিন ছিল ১৩ নভেম্বর। তবে কাজের চাপে দিনটি একসঙ্গে কাটাতে পারেননি এই দম্পতি। স্ত্রীর থেকে দূরে থাকলেও ১৩ তারিখে ঘড়ির কাঁটা ১২টায় আসতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শুভজিৎ। সঙ্গে বিস্ময় উপহার বৃহস্পতিবার চাঁদের এক একর জমি।
শুভজিৎ জানান, স্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার ইচ্ছে ছিল। মাস কয়েক আগে ইন্টারনেট, ইউটিউব ঘাঁটতে গিয়ে চাঁদে জমি কেনার কথা মাথায় আসে তার। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের লুনার অ্যামব্যাসি নামে এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ওই সংস্থার কাছ থেকে ডলারের বিনিময়ে রোমিলার নামে বৃহস্পতির চাঁদে এক একর জমি কিনে ফেলেন। এদিকে, জন্মদিনে স্বামীর এক থেকে এই অনন্য উপহার পেয়ে ভীষণ খুশি রোমিলা।
আকাশ নিউজ ডেস্ক 

























