অাকাশ নিউজ ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরে ৩ জুলাই (সোমবার) বয়লার বিস্ফোরণের পিছনে কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও বয়লারের ত্রুটিকে দায়ী করে রির্পোট জমা দিয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সাংবাদিকদের এ কথা জানান।
জেলা প্রশাসক তদন্ত কমিটির দেওয়া রির্পোট উল্লেখ করে বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ৫টি এবং প্রশাসনিক ২টি কারণ চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও তদন্ত প্রতিবেদনে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ২০টি সুপারিশমালা পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই সোমবার গাজীপুর কাশিমপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও অর্ধশত আহত হয়। এ ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসক ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।