ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণেও রাজনীতি করছে সরকার: নোমান

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ নিয়েও সরকার ‘রাজনীতি’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘উখিয়া-টেকনাফে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাদের অবস্থান, সেখানে অরাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলে তারা (ক্ষমতাসীন) রাজনীতি করছে। সেখানে অন্য কোনো রাজনৈতিক দলকে শেয়ার করা হচ্ছে না। কোনো রাজনৈতিক দল তাদের ইচ্ছায়ও কোনো কর্মকাণ্ড করতে পারছে না। এতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছেন।’

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন আবদুল্লাহ আল নোমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আসম হান্নান শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাতীয় গণতান্ত্রিক আন্দোলন’ নামের একটি সংগঠন।

নোমান বলেন, ‘সরকার রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে দ্বৈতনীতি অবলম্বন করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরণার্থী শিবিরের ভেতরে আনুষ্ঠানিকভাবে ব্যানার দিয়ে রিলিফ প্রদান করছেন। কিন্তু বিএনপির কোনো নেতাদেরকে ওই গেইটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। বলা হচ্ছে, জেলা প্রশাসককে সমন্বয়ক করে একটা কমিটি করা হয়েছে সেখানে রিলিফ সামগ্রী দিতে হবে। এখানে অন্য পাবলিক কেউ নিজেদের ইচ্ছায় কোনো ত্রাণ দিতে পারবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে—এটা নিয়ে তারা করবে রাজনীতি।’

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে আলোচনা প্রসঙ্গে বিএনপি নেতা নোমান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জোর দিয়ে বলতেন, আমরা রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক চাই। কিন্তু তিনি তা বলেননি। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে এই সরকার কিছু করবে না।’

এজন্য একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন। সভা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম ও আল আমিন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণেও রাজনীতি করছে সরকার: নোমান

আপডেট সময় ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ নিয়েও সরকার ‘রাজনীতি’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘উখিয়া-টেকনাফে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাদের অবস্থান, সেখানে অরাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলে তারা (ক্ষমতাসীন) রাজনীতি করছে। সেখানে অন্য কোনো রাজনৈতিক দলকে শেয়ার করা হচ্ছে না। কোনো রাজনৈতিক দল তাদের ইচ্ছায়ও কোনো কর্মকাণ্ড করতে পারছে না। এতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছেন।’

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন আবদুল্লাহ আল নোমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আসম হান্নান শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাতীয় গণতান্ত্রিক আন্দোলন’ নামের একটি সংগঠন।

নোমান বলেন, ‘সরকার রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে দ্বৈতনীতি অবলম্বন করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরণার্থী শিবিরের ভেতরে আনুষ্ঠানিকভাবে ব্যানার দিয়ে রিলিফ প্রদান করছেন। কিন্তু বিএনপির কোনো নেতাদেরকে ওই গেইটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। বলা হচ্ছে, জেলা প্রশাসককে সমন্বয়ক করে একটা কমিটি করা হয়েছে সেখানে রিলিফ সামগ্রী দিতে হবে। এখানে অন্য পাবলিক কেউ নিজেদের ইচ্ছায় কোনো ত্রাণ দিতে পারবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে—এটা নিয়ে তারা করবে রাজনীতি।’

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে আলোচনা প্রসঙ্গে বিএনপি নেতা নোমান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জোর দিয়ে বলতেন, আমরা রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক চাই। কিন্তু তিনি তা বলেননি। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে এই সরকার কিছু করবে না।’

এজন্য একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন। সভা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম ও আল আমিন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।