ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০ বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেশে হিসাব কারচুপির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে :পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হতে পারেন বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার মতো গুণ আছে বাবর আজমের মধ্যে।

খালিজ টাইমসে লেখা এক কলামে গাভাস্কার লিখেছেন— পাকিস্তান সব সময়ই দারুণ সব প্রতিভায় ভরা। বাবর আজমের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে। কোনো সন্দেহ নেই যে বাবর যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে সে সেরাদের একজন হয়ে উঠবে।

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়া সাবেক এই অধিনায়ক নিজের কলামে বাবরের প্রশংসায় লেখেন— ম্যাচের পরিস্থিতি বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়ার অসামান্য দক্ষতা রয়েছে বাবরের। যেটা বড় অধিনায়কের গুণ। যে ধরনের বোলিং পরিবর্তন সে করছে বা ফিল্ডিংয়ে যে রদবদলগুলো এনেছে, তা একেবারে নিখুঁত। বাবরের হাতে দারুণ সব বোলিং অস্ত্র আছে। তাই বোলিং নিয়ে ওর মনে হবে না, কোথাও ঘাটতি আছে।

বাবর আজমের নেতৃত্বে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে পাকিস্তান। গ্রুপপর্বে নিজেদের পাঁচ খেলায় টানা জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেছে পাকিস্তান।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়োমে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

এই ম্যাচের আগে গাভাস্কার বলেন, অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে- বিপজ্জনক ডেভিড ওয়ার্নারের ছন্দে ফেরা। পাকিস্তানকে যেটা নিশ্চিত করতে হবে তা হচ্ছে শুরুতেই ওয়ার্নার-ফিঞ্চের জুটি ভেঙে ফেলতে হবে। শুরুতে উইকেট তুলতে হবে ওদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হতে পারেন বাবর

আপডেট সময় ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার মতো গুণ আছে বাবর আজমের মধ্যে।

খালিজ টাইমসে লেখা এক কলামে গাভাস্কার লিখেছেন— পাকিস্তান সব সময়ই দারুণ সব প্রতিভায় ভরা। বাবর আজমের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে। কোনো সন্দেহ নেই যে বাবর যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে সে সেরাদের একজন হয়ে উঠবে।

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়া সাবেক এই অধিনায়ক নিজের কলামে বাবরের প্রশংসায় লেখেন— ম্যাচের পরিস্থিতি বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়ার অসামান্য দক্ষতা রয়েছে বাবরের। যেটা বড় অধিনায়কের গুণ। যে ধরনের বোলিং পরিবর্তন সে করছে বা ফিল্ডিংয়ে যে রদবদলগুলো এনেছে, তা একেবারে নিখুঁত। বাবরের হাতে দারুণ সব বোলিং অস্ত্র আছে। তাই বোলিং নিয়ে ওর মনে হবে না, কোথাও ঘাটতি আছে।

বাবর আজমের নেতৃত্বে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে পাকিস্তান। গ্রুপপর্বে নিজেদের পাঁচ খেলায় টানা জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেছে পাকিস্তান।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়োমে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

এই ম্যাচের আগে গাভাস্কার বলেন, অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে- বিপজ্জনক ডেভিড ওয়ার্নারের ছন্দে ফেরা। পাকিস্তানকে যেটা নিশ্চিত করতে হবে তা হচ্ছে শুরুতেই ওয়ার্নার-ফিঞ্চের জুটি ভেঙে ফেলতে হবে। শুরুতে উইকেট তুলতে হবে ওদের।