আকাশ নিউজ ডেস্ক:
এই প্রথম চীনের কোনও নারী মহাকাশে হাঁটলেন। মহাকাশচারী ওই নারীর নাম ওয়াং ইয়াপিং। মেরামতি সংক্রান্ত কাজে অংশ নিতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের বাইরে ওয়াং ও তার দলের এক সদস্য ছয় ঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময়ে তারা শূন্যে ভেসে ছিলেন। তিয়ানগং মহাকাশ স্টেশন স্থাপনকে এমনিতেই চীনের এক বড় সাফল্য হিসেবে ধরা হয়। এখান থেকেই মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান পাঠানো হয়েছে, অভিযান চালানো হয়েছে চাঁদেও।
এহেন তিয়ানগং মহাকাশ স্টেশনই সাক্ষী থাকল নতুন এক সাফল্যের। রবিবার রাতে ৩১ বছর বয়সি ওয়াং ইয়াপিং ও তার সহকর্মী ঝাই ঝিগ্যাং তিয়ানগংয়ের বাইরে পা রাখেন। এ সময় তাদের ক্যামেরার দিকে হাত নাড়াতেও দেখা যায়। এরপর তারা ওই স্পেস স্টেশনে বেশ কিছু যন্ত্রাংশ স্থাপন করেন।
এটি শেনঝাউ-১৩-র ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসেও এই প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন। পুরো প্রক্রিয়াটিই সফলভাবে সম্পন্ন হয়েছে।
ওয়াংয়ের দলের বাকি দুই সদস্যের মধ্যে ঝাই ঝিগ্যাং অবশ্য আগেই মহাকাশে হেঁটেছেন। চীনের প্রথম নভোচারী হিসেবে ২০০৮ সালে মহাশূন্যে পা রাখেন তিনি। তিন সদস্যের দলটি আগামী ছয়মাস তিয়ানগংয়ে অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























