ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

মহাকাশে ‘ভূতুড়ে আলো’

আকাশ নিউজ ডেস্ক:

হাবল স্পেস টেলিস্কোপে মহাকাশে ভূতুড়ে আলো দেখা গেছে! এটি কমলা-লাল রহস্যময় তারার আলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এই ভয়ংকর সুন্দর ছবি প্রকাশ করেছে। আসলে ওই নক্ষত্রটি মরণাপন্ন। ফুরিয়ে যাওয়ার আগে তার শরীর থেকে প্রতিফলিত হচ্ছে অপার্থিব বিচ্ছুরণ।

হাবল স্পেস টেলিস্কোপ গত তিন দশক ধরেই মহাকাশের নানা আশ্চর্যকেই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। লাগাতার আমাদের নীল গ্রহকে পাক খেতে খেতে সে নজর রেখেছে সুদূর মহাকাশের বুকে। আর তার নজরদারিতেই ধরা পড়েছে অনিন্দ্যসুন্দর সব দৃশ্য। তেমনই এক দৃশ্য ধরা পড়েছে এই ছবিতেও।

তারার মৃত্যুর কতগুলো পর্যায় রয়েছে। এর মধ্যে অন্যতম লাল দৈত্য দশা। এবার তেমনই মৃতপ্রায় তারার আলোই বন্দি হল হাবলের লেন্সে। সিডব্লিউ লিওনিস নামের ওই তারাটির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে কমলা-লাল আলো। আর তার চারপাশে ভূতুড়ে আলোকবৃত্ত। শিল্পীর চোখে দেখলে মনে হবে যেন এক অতিকায় মহাজাগতিক মাকড়সার জা।

পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত তারাটি পৃথিবীর নিকটতম কার্বন নক্ষত্র। আপাত ভাবে দূরত্বটি বিরাট হলেও মহাজাগতির মাপকাঠিতে ততটা বিরাট নয়। আর তাই এত খুঁটিনাটি খেয়াল রাখা সম্ভব হয়েছে। দেখা গিয়েছে ওই তারাটির চারপাশে রয়েছে কার্বনের মেঘ। যা তারাটির ভিতরে হওয়া নিউক্লিয়ার ফিউশনের কারণে নির্গত হচ্ছে। আর তার ফলেই তৈরি হয়েছে ওই আলোর খেলা।

তারাটি অবশ্য আগেও নজরে ছিল জ্যোতির্বিজ্ঞানীদের। দেখা গিয়েছে গত ১৫ বছরে বারবার বদলেছে তারাটির ঔজ্জ্বল্য। এই পরিবর্তনের ১০০ শতাংশ কারণ অবশ্য এখনও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

মহাকাশে ‘ভূতুড়ে আলো’

আপডেট সময় ০৭:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

আকাশ নিউজ ডেস্ক:

হাবল স্পেস টেলিস্কোপে মহাকাশে ভূতুড়ে আলো দেখা গেছে! এটি কমলা-লাল রহস্যময় তারার আলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এই ভয়ংকর সুন্দর ছবি প্রকাশ করেছে। আসলে ওই নক্ষত্রটি মরণাপন্ন। ফুরিয়ে যাওয়ার আগে তার শরীর থেকে প্রতিফলিত হচ্ছে অপার্থিব বিচ্ছুরণ।

হাবল স্পেস টেলিস্কোপ গত তিন দশক ধরেই মহাকাশের নানা আশ্চর্যকেই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। লাগাতার আমাদের নীল গ্রহকে পাক খেতে খেতে সে নজর রেখেছে সুদূর মহাকাশের বুকে। আর তার নজরদারিতেই ধরা পড়েছে অনিন্দ্যসুন্দর সব দৃশ্য। তেমনই এক দৃশ্য ধরা পড়েছে এই ছবিতেও।

তারার মৃত্যুর কতগুলো পর্যায় রয়েছে। এর মধ্যে অন্যতম লাল দৈত্য দশা। এবার তেমনই মৃতপ্রায় তারার আলোই বন্দি হল হাবলের লেন্সে। সিডব্লিউ লিওনিস নামের ওই তারাটির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে কমলা-লাল আলো। আর তার চারপাশে ভূতুড়ে আলোকবৃত্ত। শিল্পীর চোখে দেখলে মনে হবে যেন এক অতিকায় মহাজাগতিক মাকড়সার জা।

পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত তারাটি পৃথিবীর নিকটতম কার্বন নক্ষত্র। আপাত ভাবে দূরত্বটি বিরাট হলেও মহাজাগতির মাপকাঠিতে ততটা বিরাট নয়। আর তাই এত খুঁটিনাটি খেয়াল রাখা সম্ভব হয়েছে। দেখা গিয়েছে ওই তারাটির চারপাশে রয়েছে কার্বনের মেঘ। যা তারাটির ভিতরে হওয়া নিউক্লিয়ার ফিউশনের কারণে নির্গত হচ্ছে। আর তার ফলেই তৈরি হয়েছে ওই আলোর খেলা।

তারাটি অবশ্য আগেও নজরে ছিল জ্যোতির্বিজ্ঞানীদের। দেখা গিয়েছে গত ১৫ বছরে বারবার বদলেছে তারাটির ঔজ্জ্বল্য। এই পরিবর্তনের ১০০ শতাংশ কারণ অবশ্য এখনও জানা যায়নি।