আকাশ স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ ফুটবলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে প্রত্যাবর্তনের পর এখনো সেভাবে ছন্দ ফিরে পাচ্ছেন না তিনি। অবশ্য নিষেধাজ্ঞা না থাকায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের ম্যাচ খেলেছেন। করেছেন জোড়া গোল। ইউরোপিয়ান ফুটবলে রোনালদো এবার দেড় শতক পূরণ করতে যাচ্ছেন।
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আজ মঙ্গলবার রাত পৌনে একটায় অতিথি হিসেবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাঠে নামলেই মাইলফলক পূর্ণ হবে রোনালদোর। মাইলফলকের ম্যাচ কিভাবে স্মরণীয় করে রাখেন পর্তুগিজ সুপারস্টার সেটা এখন দেখার বিষয়। এছাড়া জিনেদিন জিদান এই ম্যাচেও মার্সেলো ও করিম বেনজেমাকে পাচ্ছে ন না।
প্রথম চার ম্যাচে রোনালদোর অনুপস্থিতি আর শেষ দুই ম্যাচে গোল না পাওয়া লা লিগায় এবার ধুকছে রিয়াল। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রিয়াল আছে ৬ নম্বরে। অপরদিকে শীর্ষে থাকা জায়ান্ট বার্সেলোনার অর্জন সমান ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট। রিয়ালের প্রতিদ্বন্দ্বী বরুসিয়া জার্মান বুন্দেসলিগায় এবার ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























