আকাশ স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে লিওনেল মেসিরা শিরোপা জিতলেও ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারল না আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে আলবিসেলেস্তেরা। আর তাতেই প্রথমবারের মতো ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলে পর্তুগিজরা।
লিথুয়ানিয়ার জালগিরিস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের হয়ে একাই জোড়া গোল করেছেন পানি। ম্যাচ শুরুর পর কিছুক্ষণ আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেই গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।
তবে ম্যাচের ১৫তম মিনিটে সুযোগ হাতছাড়া করেননি পর্তুগিজ তারকা পানি। তার গোলেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ম্যাাচের ২৮তম মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেছেন তিনি। এদিকে আর্জেন্টিনার পক্ষে একটি গোল শোধ দেন ক্লাউদিনহো। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে শিরোপা নিজেদের ঝুঁড়িতে রেখেছে পর্তুগাল।
প্রথমবারের মতো ধেশকে চ্যাম্পিয়ন করার পর দলীয় তারকা পানি বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে পর্তুগাল এখন বিশ্ব চ্যাম্পিয়ন।’
নিজের অনুর্ভতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। মানুষ আমাদের ওপর বিশ্বাস রাখেনি। তারা ভেবেছে আমরা ভাগ্যগুণে ইউরো জিতে গিয়েছি। আমি নিশ্চিত বিষয়টা এমন নয়। আমরা শিরোপা জিতেছি কারণ আমরা এটি প্রাপ্য। কারণ আমরা সেরা দল। পর্তুগালের জন্য এটা দুর্দান্ত দিন।’
এর আগে গ্রুপপর্বের খেলায় নিজেদের প্রত্যেকটি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ফলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে উঠে লিওনেল মেসির দেশের দলটি। দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়েকে এবং কোয়ার্টারে রাশিয়াকে হারিয়ে উঠে সেমিতে। আর সেখানে দেখা হয় ব্রাজিলের বিপক্ষে।
অন্যদিকে গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে জয় এবং একটি ড্র করে রোনালদোর দেশটি। তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়াকে ও কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে সেরা চারের টিকিট নিশ্চিত হয় তাদের।
আকাশ নিউজ ডেস্ক 

























