আকাশ জাতীয় ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানির ৭৫ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।
আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির ৫২ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে জেনেক্স। কোম্পানিটির ২২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ২৫ লাখ টাকার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৪০ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামিক ফাইন্যান্সের।
আকাশ নিউজ ডেস্ক 

























