আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপারমার্কেটে আইএসআইএস এর আদর্শে অনুপ্রাণিত এক ব্যক্তি শুক্রবার হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ছুরি দিয়ে চালানো এই হামলায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা শঙ্কাজনক। হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।
জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, ‘একজন সহিংস সন্ত্রাসী নিউজিল্যান্ডের নিষ্পাপ মানুষের উপর হামলা চালিয়েছে। আজ যা ঘটেছে তা নিন্দনীয়। এটি ঘৃণ্য একটি কাজ। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। সে ২০১১ সালে নিউজিল্যান্ডে প্রবেশ করে।’
হামলাকারীকে ‘একাকি নেকড়ে’ বলে উল্লেখ করে জেসিন্ডা আর্ডার্ন বলেন, ‘২০১৬ সাল থেকে আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর তালিকায় এই হামলাকারীর নাম ছিল। তাকে নিয়ে আমরা সতর্ক ছিলাম এবং নিয়মিত পর্যবেক্ষণ করছিলাম। সে আইএসআইস এর সমর্থক ছিল এবং সে উগ্র মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 



















