আকাশ স্পোর্টস ডেস্ক:
রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এখন টেবিলে অবস্থানটাকে আরও সংহত করার পালা। সেই মিশনে আগামী ৫ অক্টোবর বলিভিয়া এবং ১১ অক্টোবর চিলির বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।
সেই দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন অ্যালেক্স সান্দ্রো। ইনজুরি আক্রান্ত ডিফেন্ডার মার্সেলোর স্থানে জায়গা পেয়েছেন তিনি। বুধবার রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে সমর্থকদের হতাশ করেছে গ্যালাকটিরো। সেই ম্যাচেই ফুল-ব্যাক মার্সেলো বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন।
ধারণা করা হচ্ছে, অন্তত এক মাসের জন্য মার্সেলোকে বিশ্রামে থাকতে হবে। সে কারণেই বলিভিয়িা ও চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্যই সান্দ্রোকে শুক্রবার দলে ডাকা হয়েছে।
আগামী ৫ অক্টোবর লা পাজেতে বলিভিয়ার বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই সাও পাওলোতে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল।
আকাশ নিউজ ডেস্ক 





















