আকাশ স্পোর্টস ডেস্ক:
টোকিও অলিম্পিকে একের পর এক চমকের দেখা মিলছে। সর্বশেষ এমন চমক দেখালেন জাপানের মোমিজি নিশিয়া।
মাত্র ১৩ বছর বয়সেই সোনা জিতে নিয়েছেন তিনি। অবাক করা বিষয় হলো, রুপা জিতে নেওয়া মেয়েটির বয়সও ১৩ বছর!
গতকাল সোমবার মেয়েদের স্কেটবোর্ডে সোনা জিতে নেন মোমিজি। অলিম্পিকের ইতিহাসে এত কম বয়সে সোনা জেতার ঘটনা আর নেই। এমনকি রুপা জিতে নেওয়া ব্রাজিলের রাইসা লিয়ানের কীর্তিও অনন্য।
স্কেটবোর্ডিংকে এবারই প্রথম খেলা হচ্ছে অলিম্পিকে। ফলে মোমিজি হচ্ছেন এই খেলায় নারীদের মধ্যে প্রথম সোনাজয়ী। এর আগে ছেলেদের খেলায় সোনা জিতেছেন জাপানের য়ুতো হোরিগাম।
আকাশ নিউজ ডেস্ক 

























