অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কুর্দি গণভোট রক্তপাতের দরজা খুলে দেবে: ইরাকি প্রধানমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হলে তা মারাত্মক ফলাফল ডেকে আনবে এবং রক্তপাতের দরজা খুলে দেবে।
বুধবার রাজধানী বাগদাদে এক বক্তৃতায় এবাদি বলেন, “আসন্ন গণভোট ইরাকের সংবিধানের পরিপন্থি, এটি দেশকে বিভক্ত এবং দুর্বল করবে। তিনি কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার অপতৎপরতা বাদ দিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
তিনি বলেন, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না করে কোনো পক্ষ শক্তি প্রয়োগ করতে গেলেই তাতে রক্তপাত হবে। এ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগের কথাও তুলে ধরেন।
এবাদি আরো বলেন, কুর্দিস্তানের গণভোট ও তার ফলাফল নিয়ে সারা বিশ্ব আজ চিন্তিত। পুরো বিশ্ব এখন ইরাকের ঐক্য, সংহতি ও অখণ্ডতার প্রতি সমর্থন দিচ্ছে। তারা মনে করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে স্বাধীন-সার্বভৌম ইরাকের ঐক্য হচ্ছে প্রাথমিক শর্ত।
আকাশ নিউজ ডেস্ক 




















