কবরী জানালেন, অভিনয় থেকে দূরে থাকলেও তিনি এখন ব্যস্ত লেখালেখি নিয়ে। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন সভায় বক্তব্য দেন। পাশাপাশি নিজের জন্য পড়াশোনা করছেন।
‘মন দেব মন নেব’ সিনেমায় অভিনয় করবেন মাহিয়া মাহি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে কবরী আর মাহিকে ঘিরে। মাহি বলেন, ‘আমি বলব না, একেবারে ভিন্নধর্মী চরিত্র। তবে এই চরিত্রে কমেডি, অ্যাকশন ও রোমান্স আছে। সব মিলিয়ে সবাই পছন্দ করবেন, এমন একটা চরিত্র। আর গল্পটি নারীপ্রধান।’
২৫ সেপ্টেম্বর থেকে রংপুরে সিনেমার শুটিং শুরু হবে। কবরী যোগ দেবেন আগামী ১ অক্টোবর। টানা ৩৫ দিন শুটিং হবে লালমনিরহাট আর কুড়িগ্রামে। রবিন খান এর আগে নাটক ও টেলিছবি তৈরি করেছেন। চলচ্চিত্রে এবারই প্রথম। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন। বললেন, ‘আমার প্রথম সিনেমায় কবরী আপাকে পেয়েছি, এটা আমার জন্য দারুণ ব্যাপার।’
‘মন দেব মন নেব’ সিনেমায় অভিনয় করবেন কবরী, শিবলী নোমান, মাহিয়া মাহি প্রমুখ। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সম্প্রতি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এই সিনেমার মহরত করা হয়। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
আকাশ নিউজ ডেস্ক 























