ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন

রোহিঙ্গা নির্যাতন বন্ধে পশ্চিমা দেশগুলোর আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বেশিরভাগ পশ্চিমা শক্তিধর দেশ।

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে সোমবার রাতে হয় মন্ত্রিপর্যায়ের ওই বৈঠক। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আয়োজিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলও অংশ নেয়। খবর বাসসের

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম. শহিদুল হক সাংবাদিকদের বলেন, ‘অধিকাংশ দেশ রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার নেত্রী অং সান সু চি’র ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে মিয়ানমার নেত্রীর প্রতিনিধিত্বকারী তার নিরাপত্তা উপদেষ্টা থাং তুন রোহিঙ্গা নির্যাতনের ওপর বিভিন্ন প্রতিবেদন, ছবি ও তথ্যকে মনগড়া অভিহিত করে অত্যাচারের অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন। কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাকে জানান, তারা ওই অঞ্চলের বাস্তবিক অবস্থা সম্পর্কে ভালোভাবে অবগত আছেন।’

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে ৪ লাখ ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ এ হত্যাকাণ্ডকে জাতিগত নিমূর্ল হিসেবে অ্যাখা দিয়েছে।। এ ইস্যুতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে সু চি এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাননি।

বৈঠকে রাখাইনে চলমান সহিংসতাকে রোহিঙ্গা নির্মূল হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক মহলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানান পররাষ্ট্র সচিব। এতে যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, সুইডেন, সুইজাল্যান্ড, চীন, ডেনমার্ক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রীরা রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় ও অন্যান্য সাহায্য করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

বৈঠকের উদ্যোক্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতাকে মিয়ানমারের জন্য একটি কলঙ্ক হিসেবে অভিহিত করেন। তিনি এ কর্মকাণ্ড বন্ধে অং সান সু চি ও তার সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠক শেষে এক বিবৃতিতে জনসন বলেন, ‘যখন মিয়ানমার গত কয়েক বছরে গণতন্ত্রের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন দেশটির জন্য কলঙ্কজনক অধ্যায় রচনা করল।’

এই সহিংসতা বন্ধ করা মিয়ানমার নেত্রী সু চি ও সরকারের জন্য অত্যাবশ্যকীয় বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নির্যাতন বন্ধে পশ্চিমা দেশগুলোর আহ্বান

আপডেট সময় ১২:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বেশিরভাগ পশ্চিমা শক্তিধর দেশ।

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে সোমবার রাতে হয় মন্ত্রিপর্যায়ের ওই বৈঠক। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আয়োজিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলও অংশ নেয়। খবর বাসসের

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম. শহিদুল হক সাংবাদিকদের বলেন, ‘অধিকাংশ দেশ রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার নেত্রী অং সান সু চি’র ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে মিয়ানমার নেত্রীর প্রতিনিধিত্বকারী তার নিরাপত্তা উপদেষ্টা থাং তুন রোহিঙ্গা নির্যাতনের ওপর বিভিন্ন প্রতিবেদন, ছবি ও তথ্যকে মনগড়া অভিহিত করে অত্যাচারের অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন। কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাকে জানান, তারা ওই অঞ্চলের বাস্তবিক অবস্থা সম্পর্কে ভালোভাবে অবগত আছেন।’

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে ৪ লাখ ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ এ হত্যাকাণ্ডকে জাতিগত নিমূর্ল হিসেবে অ্যাখা দিয়েছে।। এ ইস্যুতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে সু চি এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাননি।

বৈঠকে রাখাইনে চলমান সহিংসতাকে রোহিঙ্গা নির্মূল হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক মহলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানান পররাষ্ট্র সচিব। এতে যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, সুইডেন, সুইজাল্যান্ড, চীন, ডেনমার্ক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রীরা রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় ও অন্যান্য সাহায্য করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

বৈঠকের উদ্যোক্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতাকে মিয়ানমারের জন্য একটি কলঙ্ক হিসেবে অভিহিত করেন। তিনি এ কর্মকাণ্ড বন্ধে অং সান সু চি ও তার সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠক শেষে এক বিবৃতিতে জনসন বলেন, ‘যখন মিয়ানমার গত কয়েক বছরে গণতন্ত্রের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন দেশটির জন্য কলঙ্কজনক অধ্যায় রচনা করল।’

এই সহিংসতা বন্ধ করা মিয়ানমার নেত্রী সু চি ও সরকারের জন্য অত্যাবশ্যকীয় বলে তিনি জানান।